• দুরূহ রামজাক শৃঙ্গে নদিয়ার রুম্পা প্রথম ভারতীয় মহিলা
    এই সময় | ১৫ জুলাই ২০২৪
  • গৌতম ধানি, কৃষ্ণনগর

    প্রথম ভারতীয় মহিলা হিসেবে হিমাচলপ্রদেশের দুরূহ পর্বতশৃঙ্গ ‘রামজাক’ (৬,৩১৮ মিটার) জয় করলেন কৃষ্ণনগরের পর্বতারোহণ সংস্থা ‘ম্যাক’ (MAK) এর অভিযাত্রী রুম্পা দাস। রানাঘাটের বাসিন্দা রুম্পা স্থানীয় কুপার্স কলোনি হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা।এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা-সহ বহু দুরূহ পর্বতশৃঙ্গ জয়ের অভিজ্ঞ পর্বতারোহী বসন্ত সিংহরায়ের নেতৃত্বে এই অভিযানে সফল হয়েছেন ৬ জন। ৬৪ বছরের বসন্ত নিজেও এই শৃঙ্গ জয় করলেন। বেস ক্যাম্প থেকে নেমে মানালি পৌঁছনোর পরে রবিবার বিকেলে ফোনে শৃঙ্গ জয়ের এই খবর শোনান তিনি।

    কতটা দুরূহ এই শৃঙ্গ?

    বসন্ত বলেন, ‘টেকনিক্যালি খুবই কঠিন। শক্ত বরফের ক্ষুরধার গিরিশিরা ধরে ধরে উঠতে হয়েছে। দু’নম্বর ক্যাম্প থেকে চূড়া পর্যন্ত ২,৪২০ মিটার পথে রোপ লাগাতে হয়েছিল। আর নামার পথে আরও বেশি ঝুঁকি ছিল। প্রতিটি স্টেপে পা পিছলে যাওয়ার ভয় ছিল।

    অনেক বেশি সাবধানী না হলে মৃত্যু নিশ্চিত, প্রতি পদে সে আশঙ্কা নিয়েই নামতে হয়েছে। এর আগে মাত্র চারটে টিম এই শৃঙ্গ ছুঁতে পেরেছে জানিয়ে বসন্ত বলেন, ‘খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি আমাদের রুম্পা প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই শৃঙ্গ জয় করলেন।’ তবে এ দিন রুম্পার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    এর আগে ‘ব্ল্যাক পিক’ সমেত দু’টি শৃঙ্গ জয় করেছেন রুম্পা। এ বার যে শৃঙ্গ তিনি জয় করলেন, সেই রামজাক হিমাচলের লাহুল জেলায়। বসন্ত বলেন, ‘৪ জুলাই ট্রেক শুরু করে আমরা চুমিনাকপো-তে পৌঁছাই। ৪,৬২০ মিটার উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করি। এরপর রুট ওপেন করে ধাপে ধাপে প্রথম ও দ্বিতীয় ক্যাম্পে পৌঁছই। সামিটের লক্ষ্যে ১০ জুলাই রাত একটায় আমরা ২ নম্বর ক্যাম্প থেকে অভিযান শুরু করি। পরের দিন ভোর ৪.৪৫ নাগাদ আমরা ৬ জন শৃঙ্গ ছুঁতে সফল হই।’

    বসন্ত, রুম্পা ছাড়া শৃঙ্গ জয়ে সফল হয়েছেন মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর (ম্যাক)-এর সম্পাদক অসীম মণ্ডল, সদস্য প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ ও যদু দেবনাথ। ২০২১ সালের অগস্টে করোনা আবহে এই রামজাক পর্বতশৃঙ্গ অভিযানেই গিয়েছিলেন বসন্তরা। কিন্তু সে বার অধরা থেকে যায় শৃঙ্গজয়। এ বার সে স্বপ্ন সফল হলো তাঁদের!
  • Link to this news (এই সময়)