• ‌‌রক্তদানে উৎসাহিত করলেন সাংসদ রচনা
    আজকাল | ১৬ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ‘‌রক্ত পাওয়া কতটা কঠিন, তা কলকাতায় থেকে বুঝতে পারি’‌। রক্তদান শিবিরে নিজে রক্ত দেওয়ার পর এই মন্তব্য করেন হুগলির সাংসদ দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি। চন্দননগর তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন হুগলির সাংসদ। সংবর্ধনা দেওয়া হয় সাংসদকে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এদিন মঞ্চে বক্তব্যে রচনা বলেন, ‘‌রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে একটা ভীষণ ভাল প্রয়াস। কারন আমরা জানি একটা মানুষ অসুস্থ হলে আজকের দিনে রক্ত পাওয়া অসম্ভব একটা ব্যাপার। আমি সেটা বুঝতে পারি। অনেক সময় সারারাত গাড়ি নিয়ে দৌড়লেও রক্ত পাওয়া যায় না। যতই সোর্স থাকুক না কেন, যতই চেনা পরিচিত থাকুক না কেন রক্ত পাওয়া যায় না। তাই বলব রক্তদান শিবিরের আয়োজন করা খুব দরকার। সাধারণ মানুষের জন্য রক্তদান ভীষণ প্রয়োজন। চন্দননগরের জন্য সব সময় কিছু করতে আমি এগিয়ে থাকবো। হুগলি আমার এখন দ্বিতীয় ঘর, আর কলকাতা প্রথম ঘর। তাই যখনই ডাকবেন রচনা থাকবে।’‌ এদিনের অনুষ্ঠানে শহরের কৃতি ছাত্র–ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

    ছবি:‌ পার্থ রাহা



  • Link to this news (আজকাল)