• রাজ্য পুলিশের ডিজির পদে ফিরলেন রাজীব কুমার, আর কী দায়িত্ব দেওয়া হল তাঁকে?...
    আজকাল | ১৬ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বর্তমান ডিজি সঞ্জয় মুখার্জিকে পাঠানো হল দমকল বিভাগের ডিজির পদে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজির পদে থেকে রাজীবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় আসেন সঞ্জয় মুখার্জি।

    লোকসভা ভোটের পরেই রাজ্যে অনুষ্ঠিত হয় চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই পর্ব মিটতেই রাজীবকে তাঁর পুরনো পদে ফিরিয়ে আনল রাজ্য সরকার। সেইসঙ্গে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের যে দায়িত্ব তিনি সামাল দিয়ে আসছিলেন অতিরিক্ত হিসেবে সেই দায়িত্বও সামাল দেবেন রাজীব।
  • Link to this news (আজকাল)