দয়া করে আমায় বিরক্ত করবেন না, পিএইচডিতে ভর্তির পর কাকে বললেন অর্ণব?...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শেষ হল টালবাহানা। অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মাওবাদী অর্ণব দাম। ইতিহাস নিয়ে পিএইচডি করবেন তিনি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিন বলেন, 'ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হল। এরপর অর্ণবকে শুধুমাত্র ফিজ জমা দিতে হবে। তবে তারজন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে। অনলাইনে ফিজ জমা করা যাবে।' সোমবার কাঁটায় কাঁটায় দুপুর ২টোর সময় অর্ণবকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন সাদা পোষাকের পুলিশ কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে আসা হয় অর্ণবকে। সেখানে তাঁর ইতিহাস নিয়ে পিএইচডি'র জন্য কাউন্সেলিং হয়। কাউন্সেলিং শেষ হওয়ার পর প্রিজন ভ্যানে ওঠার আগে অর্ণব বলেন, 'কাউন্সেলিং আজ হল। আশা করি আমার পিএইচডি'র ভর্তি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল আজ আশাকরি তার অবসান হল। উচ্চতর শিক্ষা ও গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ। সহযোগিতা করেছেন রাজ্য সরকার ও কারা দপ্তর। আমি তাদের কাছেও কৃতজ্ঞ।' এদিন প্রায় দু'ঘন্টা অর্ণব দামের কাউন্সেলিং হয়। বেলা ৩টে ৫৫ মিনিট নাগাদ তাঁকে ফের নিয়ে যাওয়া হয় সংশোধনাগারে। এদিন প্রিজন ভ্যানে ওঠার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অর্ণব দামের অনুরোধ, 'আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসব। দয়া করে আমায় বিরক্ত করবেন না।'