কুলতলিতে প্রতারণার অভিযোগে অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা ...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির মুখোমুখি হতে হল রাজ্য পুলিশকে। ঘটনাস্থল কুলতলি থানার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় সেখানে আরও বাহিনীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার কর্তারা। ঘটনাস্থল থেকে দুই মহিলাকে আটক করেছে পুলিশ।
সাদ্দামের মা তসলিমা সর্দার গুলি চলার কথা স্বীকার করলেও দাবি করেন, তাঁদের তরফে কোনও গুলি চালানো হয়নি। হামলার অভিযোগে পুলিশ সাদ্দামের পরিবারের দুই মহিলাকে আটক করেছে।