দেবব্রত মণ্ডল, বারুইপুর: কুলতলির সাদ্দাম সর্দার যেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ড এল চাপো! ২০১৫ নাগাদ মেক্সিকোর প্রায় অভেদ্য আলতিপলানো জেল থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছিলেন ড্রাগ লর্ড জোয়াকিম গুজম্যান ওরফে এল চাপো। ঠিক তাঁরই কায়দায় পুলিশের ভয়ে সোমবার কুলতলির নিজের বাড়ি থেকে খাটের নিচের সুড়ঙ্গপথে চম্পট দেন সাদ্দাম সর্দার। যা দেখে চোখ কপালে উঠেছে কুলতলি থানার পুলিশের।
কুলতলির জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে দীর্ঘদিন চলছিল নকল সোনার কারবার। শুধু নকল সোনা নয়, সোনার মূর্তি চুরি করে এনে এখান থেকে বিক্রিও করা হতো। কখনও কখনও মানুষকে ফাঁদে ফেলে মূর্তি বিক্রির নামে সর্বশ্রান্ত করা হতো ক্রেতাদের। শুধু তাই নয় এর আগেও এক ব্যক্তিকে খুন করে দেওয়ার অভিযোগ উঠেছিল এইসব মূর্তি চোর দুষ্কৃতীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় রমরোমিয়ে চলছিল এই ব্যবসা। এবার সেই নকল সোনার কারবারি ও মূর্তি চোরদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করলে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে ঘটনায় কোনও পুলিশকর্মী হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।