বাঁকুড়ায় অনলাইনে দেওয়া যাবে বাড়ির কর, চালু হল নয়া পোর্টাল
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার বাঁকুড়া শহরের বাসিন্দারা অনলাইনেই মেটাতে পারবেন বাড়ির কর। বাঁকুড়া পুরসভা চালু করল পোর্টাল। সোমবার থেকে অনলাইনে হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রক্রিয়ার সূচনা করে বাঁকুড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড। এদিন সূচনা পর্বে ছিলেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। শহরের বাসিন্দাদের একাংশকে এদিন পুরসভা অফিসে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার পদ্ধতি দেখানো হয়।
পুরসভার চেয়ারম্যান বলেন, অনেকেরই পুরসভা অফিসে এসে বাড়ির কর দিতে অসুবিধা হয়। অনেকের বাড়িতে আবার বৃদ্ধ বৃদ্ধারা থাকেন। বাড়ির বাকি সদস্যরা বাইরে থাকেন। তাঁদের অনেকেই ট্যাক্স দিতে অসুবিধায় পড়ছিলেন। সেই জন্যই অনলাইনে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা চালু করা হল।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইন্টারনেটে গুগল থেকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে হোল্ডিং নম্বর দিয়ে বাড়ির কর জমা দেওয়া যাবে। পুরসভার এক আধিকারিক বলেন, বর্তমানে অনলাইনে বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ডের প্রায় ৩২ হাজার বাড়ির হোল্ডিং নম্বর নথিভুক্ত রয়েছে। সেইসব হোল্ডিং নম্বরের বাড়ির সদস্যরা অনলাইনে ট্যাক্স জমা দিতে পারবেন। তিন মাস অন্তর বা বছরে ট্যাক্স জমা দেওয়ার নিয়ম রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স জমা দিলে ১০ শতাংশ করে ছাড়ের সুবিধাও মিলবে। তবে যাদের হোল্ডিং নম্বর এখনও পোর্টালে নথিভুক্ত হয়নি, তারা পুরসভা কার্যালয়ে এসেও কর জমা দিতে পারবে। চেয়ারম্যান বলেন, শহরবাসীর সুবিধার জন্যই অনলাইনে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাসিন্দারা বাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করে কর জমা দিতে পারবেন। পুরসভার দাবি, বর্তমানে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান অনুমোদন করানোর ব্যবস্থা রয়েছে। এবার তারসঙ্গে যুক্ত করা হল হোল্ডিং ট্যাক্স। বারবার বাড়িতে গিয়ে কর না পাওয়া অথবা অফিসে এসে কর জমা দেওয়ার হয়রানি এবার কমবে। এতে পুরসভার নিজস্ব তহবিল বাড়বে বলে কর্তারা আশাবাদী। বাঁকুড়া পুরসভায় অনলাইন পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে পুরপ্রধান অলকা সেন মজুমদার।-নিজস্ব চিত্র