• ঝাড়গ্রামে হাতির তাড়ায় পালাতে গিয়ে প্রৌঢ়ার মৃত্যু
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সোমবার দুপুরে বলিভাষা বিটের মানিকপাড়া রেঞ্জের গোলবান্ধি গ্রামে হাতির তাড়া খেয়ে পড়ে গিয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হল। মৃতার নাম প্রণতি মাহাত (৫৪)। বাড়ি ঝাড়গ্রাম থানার ডালকাটি গ্রামে। হাতির আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে হাতি গ্রামের ভিতরে ঢুকে আসছে। এর ফলে জমির ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। ঝাড়গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হাতির তাড়া খেয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত হবে। সেই রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনাটি খুবই মর্মান্তিক। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন প্রণতিদেবী। সেইসময় ওই রাস্তা ধরেই যাচ্ছিল একটি বাইক। আচমকা জঙ্গল থেকে বেরিয়ে বাইকটি তাড়া করে হাতিটি। বাইক ফেলে পালিয়ে যান এক আরোহী। কিন্তু হাতির সামনে পড়ে যান প্রণতি। পিছন ফিরে দৌড়তে শুরু করেন। প্রাণভয়ে কিছুটা দৌড়ে যাওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। গুরুতর জখম হন প্রণতিদেবী। বনদপ্তরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাতিটি প্রৌঢ়াকে আঘাত করেনি। পালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, শুধু ঝাড়গ্রাম ডিভিশনে ৮৯টি হাতি রয়েছে। হুলাপার্টি ও বনদপ্তরের বিশেষ ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের একাধিক জঙ্গলে হাতি থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। লোধাশুলির বাসিন্দা তপন মাহাত বলেন, হাতি রোজ হানা দিচ্ছে। এভাবে বেঁচে থাকা খুব সমস্যার। সকালে বাড়ি থেকে বেরনো যাচ্ছে না। রাতেও একই অবস্থা হচ্ছে। এরপর ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে হবে।  পকুরিয়াতে হাতির দল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)