• দীর্ঘদিন বেহাল ছয় কিলোমিটার রাস্তা, অবরোধ করে প্রতিবাদ ক্ষুব্ধ বাসিন্দাদের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: দুই জেলার সঙ্গে যোগাযোগকারী ছ’কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিগত দেড় বছর ধরে প্রশাসনকে বার বার বলেও কোনও কাজ হয়নি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সোমবার ঘাটাল ব্লকের বালিডাঙা-ঢলগড়া রাস্তা অবরোধ করলেন তিতিবিরক্ত বাসিন্দারা। এদিন বালিডাঙা নাপিতপাড়াতে রাস্তার উপর কাঠের বড়বড় গুঁড়ি ফেলে কয়েক ঘণ্টা অবরোধ করা হয়। ঘাটাল-আরামবাগ রাস্তার ওই অংশটিতে দীর্ঘক্ষণ অবরোধ চলায় এদিন বহু মানুষ দুর্ভোগে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সুলতানপুর গ্রামপঞ্চায়েতের প্রধান কৌশিক জানা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। 


    ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা তৃণমূলের জেলা কমিটির নেতা বিকাশ কর বলেন, আমরাও ওই রাস্তাটির জন্য খুব অস্বস্তিতে রয়েছি। নানা কারণে বেশ কয়েক বছর রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। ফলে প্রত্যেক দিন বহু মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। আমি এনিয়ে বার বার জেলাশাসক এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি না। আর পথশ্রী প্রকল্পের মাধ্যমেও ওই রাস্তাটি সংস্কার করা সম্ভব হবে না।


    ঘাটাল থেকে রামজীবনপুর হয়ে আরামবাগের দূরত্ব অনেকটাই। তার তুলনায় ঘাটাল ব্লকের ঢলগড়া হয়ে আরামবাগের দূরত্ব অনেক কম। তাই কম দূরত্বের পথ হওয়ায় বাইক, চারচাকা ঢলগড়া রাস্তাটি ধরে হুগলীর কালীপুরে গিয়ে উঠে। সেখান থেকে আরামবাগ। কয়েকটি যাত্রীবাহী বাসও ওই রুটে চলে। ফলে বিগত কয়েক দশক ধরে ওই রাস্তাটির গুরুত্ব ক্রমশ বাড়ছে। ওই রাস্তা দিয়ে দু’টি জেলার বেশ কয়েক হাজার মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন।


    ঘাটাল-কালীপুর রাস্তার মধ্যে ঢলগড়া থেকে বালিডাঙা পর্যন্ত ছ’কিলোমিটার ২০০ মিটার রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে রয়েছে। রাস্তাটি এতটাই খারাপ যে, সেখান দিয়ে বাইক, সাইকেল তো দূরের কথা হেঁটে যেতেও সমস্যা । 


    রাস্তার উপর বড় বড় গর্ত। একটু বেসামাল হলেই দুর্ঘটনা ঘটে যায়। প্রশাসনকে বার বার বলেও কোনও কাজ হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে স্থানীয়রা ক্ষোভে রাতের অন্ধকারে রাস্তার একাংশ কেটে দেন। তাতেও স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি। তার পরদিন ফের ওই কাটা রাস্তার পাশে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করার সময় বিডিও গিয়ে এক মাসের মধ্যে রাস্তা সংস্কার করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বালিডাঙার  কৃষ্ণপদ মণ্ডল, দিবাকর খাটুয়া, সওয়াইয়ের সুশীল বেরা প্রমুখ বলেন, সেই আশ্বাস এখনও বাস্তবায়িত হয়নি।  ক্ষুব্ধ নিত্যযাত্রীরা বলেন, প্রত্যেক বারেই আশ্বাস দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সেজন্যই এদিন আমরা পথ অবরোধ করি। এদিন পথ অবরোধ শুরুর আগেই রাস্তায় গাছের মোটা মোটা গুঁড়ি ফেলে দেওয়া হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)