রাস্তায় শুকোচ্ছে তিল ও ধান, সংকীর্ণ পথে চলাচলে অসুবিধা গাড়ি চালকদের
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
সংবাদদাতা, মানকর: মানকর-গুসকরা রাস্তার উপর বিভিন্ন জায়গায় শুকনোর জন্য মেলে রাখা হয়েছে তিলের গাছ। রাস্তার দু’দিকেই তিল মেলার ফলে রাস্তা সংকুচিত হয়ে দুর্ঘটনার সম্ভবনা ঘটছে। তিলের সঙ্গে বেশ কিছু জায়গায় মেলা হয়েছে ধান। ধানের উপর দিয়ে যাতে গাড়ি যেতে না পারে সেজন্য দু’দিকে রাখা হয়েছে মোটা কাঠ। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় যানবাহন চালক থেকে পথচারীরা। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করছেন অনেকেই।
মানকর-গুসকরা রাস্তার উপর আউশগ্রামের যমুনাদিঘি, গোন্না, দ্বারিয়াপুর সংলগ্ন রাস্তায় শুকোনো হচ্ছে তিল। দুই প্রান্তেই তিল রাখায় রাস্তা ছোট হয়ে গিয়েছে। পথচারীদের বক্তব্য, রাস্তার উপর নয়, তিল জড়ো করা হোক খামারে।
গুসকরা থেকে বুদবুদ নিয়মিত বাইকে যাতায়াত করেন বাপন দে। তিনি বলেন, সরকারি নিয়ম অমান্য করে রাস্তার উপরে চাষিরা তিল শুকোচ্ছেন। এতে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকছে। পথচারীদের একাংশের অভিযোগ, শুধু তিল নয়, রাস্তার উপর ধানও মেলা হচ্ছে। তার উপর দিয়ে যাতে গাড়ি না যায় সেজন্য বড় কাঠ দিয়ে ব্যারিকেড করছেন অনেকেই। আনন্দবাজারের মাঝিপাড়ার কাছে এমনিতেই গোরু, ছাগল, মুরগি রাস্তার উপরে চলে আসে। তার উপর ধান মেলায় রাস্তা ছোট হয়ে যাচ্ছে।
এক লরি চালক বলেন, এই রাস্তায় গাড়ির চাপ থাকে। রাস্তার দু’দিকেই তিল মেলায় সকলেই মাঝের অংশ দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। রাস্তা ছোট হয়ে যাচ্ছে। ফলে সাইকেল বা বাইক আরোহীদের রাস্তার পাশে সাইড দেওয়ার জায়গা থাকছে না। মুখোমুখি ধাক্কা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দ্বারিয়াপুরের এক সাইকেল আরোহী বলেন, তিল মেলে রাখার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। ফলে দু’চাকা, চার চাকা গাড়িগুলি সাইকেল আরোহীদের একদম গা ঘেঁষে যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে উল্টো দিকে থেকে গাড়ি দেখলেই সাইকেল আরোহীরা দাঁড়িয়ে যাচ্ছেন।
তবে শুধু মানকর-গুসকরা নয়, মানকর-ভাতকুন্ডা রাস্তাতেও একই দৃশ্য দেখা গেল। রাস্তার বাঁকে বিপজ্জনক ভাবে তিল মেলা হয়েছে। যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষি জানান, বাড়িতে জায়গা নেই বলেই রাস্তায় মেলতে হচ্ছে। পিচের গরমে তিল তাড়াতাড়ি শুকোয়। অল্প সময়ের জন্য মেলা হয়। সমস্যা হলে সরিয়েও নেওয়া হয়। • নিজস্ব চিত্র