সংবাদদাতা, রামপুরহাট: মাড়গ্রামে অবৈধ মোটরভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক নাবালিক ছাত্রের। পুলিস জানিয়েছে, মৃতের নাম একদিল শেখ (১৬)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি গ্রামে। সে ঝিল্লি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। রবিবার সন্ধ্যায় তাকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের কাকা কবির শেখ বলেন, ভাইপো লাগোয়া মাড়গ্রামের চাঁদপাড়া গ্রামের একটি মিলে সরষে পিষতে এসেছিল। বাড়ি ফেরার পথে চাঁদপাড়া গ্রামের কাছে সামনের দিক থেকে আসা একটি মোটরভ্যান তাকে ধাক্কা মারে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।