• রামপুরহাটের স্কুলে অরণ্য সপ্তাহ পালন
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: সোমবার রামপুরহাটের কাষ্ঠগড়া শিশু শিক্ষা নিকেতনের পডুয়াদের নিয়ে শুরু হল অরণ্য সপ্তাহ পালন। এদিন স্কুলের পক্ষ থেকে পডুয়া ও শিক্ষক শিক্ষিকার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ বলেন, এবছর স্বাভাবিকের থেকে দাবদহের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। ফিবছর সেই তাপমাত্রা বেড়েই চলছে। এর থেকে বাঁচার একটি মাত্র উপায় হল বৃক্ষরোপন। তাই শুধু শিশুদের নয় বড়দেরও নিজ নিজ এলাকায় গাছ লাগানোর ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। পরিবেশ বাঁচলে, তবেই আমরা বাঁচব। 
  • Link to this news (বর্তমান)