• কান্দির শাসপাড়া গ্রামে প্রায় এক কিমি রাস্তা বেহাল, সংস্কারের দাবি
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: কান্দি শহর লাগোয়া শাসপাড়া গ্রামের প্রায় এক কিলোমিটার রাস্তা কয়েকবছর ধরে এতটাই খারাপ অবস্থায় রয়েছে তাতে ভয়ঙ্কর শব্দ মানান সই। রাস্তাতেই জমা জলে শ্যাওলা পর্যন্ত পড়ে গিয়েছে। খারাপ রাস্তার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটেই চলেছে বলে দাবি। এনিয়ে বারবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে বাসিন্দাদের দাবি। যদিও জেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ওই রাস্তার সংস্কার হতে চলেছে বলে জানা গিয়েছে।


    রাস্তাটি কান্দি শহরের জেমো এলাকা থেকে শীতলাতলা মন্দির পর্যন্ত চলে গিয়েছে। এরপরেই রয়েছে কান্দি সাটুই গ্রামীণ সড়ক। কাজেই  রাস্তা খারাপ হলেও এর গুরুত্ব অনেকটাই বলে বাসিন্দারা জানান। দিনের সবসময় খারাপ রাস্তার উপর দিয়ে ছোট বড় যানবাহন থেকে বাইক চলাচল করে। আর একটু অসাবধান হলেই ঘটে দুর্ঘটনা। ওই গ্রামের রাস্তার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে শুধুই গর্ত আর খাল রয়েছে। পিচ উঠে গিয়েছে। কেবল লাল রংয়ের মোরাম দেখা যায়। এর মধ্যেই জল জমে রয়েছে। ফলে রাস্তা দেখে বোঝার উপাই নেই সেখানে রাস্তা না খাল রয়েছে। আর এই বিপাকে পড়েই দুর্ঘটনা ঘটে চলেছে। বাসিন্দা আতাউর শেখ, মাজেদার শেখ প্রমুখ জানান, কয়েকবছর ধরেই রাস্তার এই বেহাল দশা। বারবার পঞ্চায়েত প্রশাসন থেকে এলাকার বিধায়ককে জানিয়েছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। যদিও কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, রাস্তাটি যাতে দ্রুত সংস্কার হয় তার চেস্টা করা হচ্ছে। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, এটি জেলা পরিষদের নির্মিত রাস্তা। তাই আমাদের এক্ষেত্রে সরাসরি করার কিছু নেই। তাছাড়া পঞ্চায়েত সমিতির কাছে রাস্তা সংস্কারের জন্য মোটা টাকাও নেই। তবে জেলা পরিষদের কাছে অনুরোধ করা হয়েছে সমস্যা সমাধানের জন্য। মুর্শিদাবাদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাস্তা সংস্কারের জন্য প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে স্কিম তৈরি করে নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তা হতে চলেছে। রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেই পরবর্তী কাজ শুরু হবে।
  • Link to this news (বর্তমান)