নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি-১ ব্লকের নগরী গ্রামে তৃণমূলের ২১ জুলাই কর্মসূচির ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, চৌরাস্তার কাছে ২১ জুলাই কর্মসূচিতে যাওয়ার আহ্বান রাখার জন্য যে ব্যানারটি লাগানো হয়েছিল, তা রবিবার রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে দু’জন বাইকে করে এসে ব্যানারটি ছিঁড়ে ফেলেছে বলেও অভিযোগ তোলা হয়। এর পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তাদের। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, আমার কানে বিষয়টি এসেছে। জানি না কে বা কারা এই কাজ করল। যা করেছে তা অন্যায় করেছে। এভাবে আমাদের কর্মসূচিকে কেউ রুখতে পারবে না। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে।