• পাকা রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ গোবিন্দপুরে
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের জোত গোবিন্দপুর এলাকায় বেহাল রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে বিক্ষোভ। মহিলারা বিক্ষোভে শামিল হন। তাঁরা বাঁশের ব্যারিকেড দিয়ে সড়ক আটকে ক্ষোভ উগরে দেন। সড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে গরমের মধ্যে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদহ থানার পুলিস এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। 


    গ্রামবাসীদের দাবি, তিন দশকের বেশি সময় ধরে জোত গোবিন্দপুর এলাকার ১ কিমি রাস্তা বেহাল। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। এখনও রাস্তায় জল জমে রয়েছে। স্কুল পড়ুয়াদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বলেও কাজ হয়নি। বাধ্য হয়ে পথ অবরোধ করা হয়েছে। বিক্ষুব্ধ বাসিন্দা মীনা পারভিন বলেন, ভারী বৃষ্টি হলে এক কোমর জল থাকে। আমরা এভাবে কতদিন বসবাস করব। রাস্তা সংস্কার করতে একাধিক বার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মাপজোখও করা হয়েছে। তারপরও কাজ হয়নি। 


    বিক্ষেভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাহাপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লালবাহাদুর ঘোষ। তিনি বলেন, রাস্তার অবস্থা খারাপ। মানুষ চলাচল করতে পারছেন না। আপাতত কয়েক দিনের মধ্যে আমরা বেহাল রাস্তা অস্থায়ীভাবে মেরামত করে দেব। রাস্তা পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)