• যানজট সমস্যা সমাধানে পতিরামের চৌরঙ্গীতে চালু হল ট্রাফিক সিগন্যাল
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: যানজট কমাতে পতিরামের চৌরঙ্গী মোড়ে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। সোমবার সিগন্যালের উদ্বোধন করেন  পুলিস সুপার চিন্ময় মিত্তাল। চৌরঙ্গী মোড় পতিরামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ওই মোড় থেকে একদিকে কুমারগঞ্জ, হিলি, গঙ্গারামপুর এবং বালুরঘাটের গাড়ি চলাচল করে। নিত্যদিন যানজটের শিকার হন সাধারণ মানুষ। ফলে এদিন ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। 


    জেলা পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, পতিরামের চৌরঙ্গী মোড় দিয়ে বড় গাড়ি যায় এবং আশেপাশে অনেকগুলি স্কুল রয়েছে। তাই এখানকার পঞ্চায়েত প্রধান, আমাদের ট্রাফিক ইউনিটের সহায়তায় একটি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হল।


    পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ বলেন, চারটি রুটের সংযোগস্থল বলে এই এলাকায় তীব্র যানজট হয়। ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে। এবিষয়ে পতিরামের বাসিন্দা শ্যামল রায় বলেন, এই মোড় দিয়ে রাস্তা পার হতে ভয় লাগে। অফিস ও স্কুল সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সিগন্যাল থাকলে বাইক ও গাড়ি ধীরগতিতে চলায় দুর্ঘটনা কম হবে। 


    পতিরামের চৌরঙ্গী মোড় অন্যতম ব্যস্ততম এলাকা। সেখানে বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে। এছাড়াও গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ বিভিন্ন কাজে আসায় ভিড় বাড়ে। সেই রকম একটি ব্যস্ততম এলাকায় গাড়িগুলি এসে দাঁড়ালে যানজট বৃদ্ধি পায়। ছোটখাটো বহু দুর্ঘটনা ঘটেছে। এবার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করল পুলিস। এছাড়াও ছিলেন অতিরিক্ত পুলিস সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, পতিরাম থানার ওসি সৎকার সাংবো সহ অন্যরা।  ট্রাফিক সিগন্যাল উদ্বোধন করছেন পুলিস সুপার। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)