দক্ষিণ দিনাজপুরে বাংলা সহায়তা কেন্দ্রে চালু হয়নি আধার পরিষেবা, ভোগান্তি
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
সংবাদদাতা, বালুরঘাট: হয়রানি কমাতে বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবা (বিএসকে) চালু করার ঘোষণার এক বছর পার। দক্ষিণ দিনাজপুর জেলায় পরিষেবা চালু না হওয়ায় পরিস্থিতি সেই তিমিরেই।
কেন্দ্রগুলিতে আধারের কাজ করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর কম্পিউটার, কিট এসেছিল। তারপর এক বছর হতে চললেও পরিষেবা চালু না হওয়ায় সামগ্রী নষ্ট হতে বসেছে। পরিষেবা নিতে ছুটতে হচ্ছে ব্যাঙ্ক, ক্যাফেগুলিতে। অনেক ক্ষেত্রে দিনভর লাইন দিয়েও মিলছে না পরিষেবা। এমন পরিস্থিতিতে দ্রুত পরিষেবা চালুর দাবি উঠেছে।
জেলার বাংলা সহায়তা কেন্দ্রের নোডাল অফিসার বাণীব্রত মুখোপাধ্যায় বলেন, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৮০ টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। সেখানে আধার পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পর প্রয়োজনীয় কিটও এসেছে। রাজ্য থেকে অনুমতি দিলেই পরিষেবা চালু করা হবে। আমরা দ্রুত খোঁজ নিচ্ছি। কিটগুলি বেশিদিন পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। এই নিয়ে আমরাও চিন্তায় আছি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাছাই করা কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নতুন আধার কার্ড এবং পুরনোগুলির সংশোধন করা হয়। ব্যাঙ্কগুলি সরকারের ঠিক করে দেওয়া চার্জ নিয়ে থাকে। কিন্তু সেখানে প্রতিদিন কতগুলি কার্ডের কাজ হবে, সেটি নির্দিষ্ট থাকে। সেজন্য সাধারণ মানুষের সুবিধার্থে জেলা প্রশাসনিক ভবন, ব্লক, পঞ্চায়েত, পুরসভাগুলিতে থাকা বিএসকে থেকে আধার পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ৮০টি কেন্দ্রের জন্য দু’জন করে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। পাশ করার পর কর্মীদের সার্টিফিকেট আধার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন বলেন, মানুষের হয়রানির কথা ভেবে মুখ্যমন্ত্রী বাংলা সহয়তা কেন্দ্রে আধার পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছেন। আমরা চাই দ্রুত পরিষেবা চালু হোক। নিজস্ব চিত্র