• আজ উল্টোরথের কার্নিভাল
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: আজ, মঙ্গলবার বিকেলে মালদহের গাজোলে উল্টো রথের কার্নিভাল হতে চলেছে। ৯টি রথ তারককুঞ্জ মাসির বাড়ি থেকে বামনগোলা এবং বিদ্রোহী মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করবে। গাজোল কার্নিভালের অন্যতম সদস্য পবিত্র বিশ্বাস বলেন, উল্টো রথের কার্নিভাল মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। কয়েক হাজার ভক্তের সমাগম হবে।
  • Link to this news (বর্তমান)