• আদিবাসীদের বিক্ষোভ
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্না প্রদর্শন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিন জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নানা দাবি জানান আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। পরে এসপি অফিসেও যান তাঁরা। তাঁদের দাবি, আদিবাসী গ্রাম গুলিতে রাজতন্ত্র চলছে। আদিবাসীদের স্বশাসন ব্যবস্থার নামে চলছে কিছু ব্যক্তির রাজতন্ত্র। বর্তমান যুগে সেখানে সংবিধান ও গণতন্ত্র লাগু করা খুব জরুরী। জেলার বিভিন্ন আদিবাসী গ্রামে গণতন্ত্র লাগুর দাবি জানান বিক্ষোভকারীরা।
  • Link to this news (বর্তমান)