• ইংলিশবাজারে মৎস্য চাষি দিবস উদযাপন
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফিশারি শাখার উদ্যোগে মৎস্য চাষি দিবস উদযাপন করা হল। এদিন ফেডারেশনের তরফে দুঃস্থ মাছ চাষিদের পাশে দাঁড়াতে তাঁদের সহায়তা করা হয়। দিনটি উপলক্ষ্যে ইংলিশবাজার ব্লকের আমজামতলা এলাকার একটি উদ্যানে দুপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সংগঠনের মালদহ জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র, সহ সভাপতি তথা মৎস্যদপ্তরের রাজ্য শাখার যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৪০ জন্য মৎস্যজীবীর হাতে মাছ চাষের জন্য হাঁড়ি ও চারাপোনা তুলে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)