সংবাদদাতা, ইসলামপুর: সোমবার ইসলামপুর পুলিস জেলার সুপারের (এসপি) কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দিল সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটি। দলীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার লক্ষ্মীপুরের সালিশির ঘটনায় সকল দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যহার ও বেআইনি অস্ত্র উদ্ধারের দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে। দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, পুলিস সুপারের কাছে সমস্ত দাবি জানিয়েছি। তিনি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।