সংবাদদাতা, পতিরাম: কাজে বেরিয়ে নিখোঁজ এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম পরিমল বেসরা। বাড়ি বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায়। পুলিস সূত্রে খবর, গত শনিবার বিকেল থেকে কাজ করতে যাওয়ার নাম করে ওই যুবক বাড়ি থেকে বের হন। কিন্তু আর ফেরেননি। বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন ওই শ্রমিকের স্ত্রী সরস্বতী মুর্মু। পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিস।
অন্যদিকে রবিবার বিকেল থেকে নিখোঁজ বৃদ্ধার দেহ সোমবার বিকেলে উদ্ধার হল আত্রেয়ী নদী থেকে। মৃত বৃদ্ধার নাম স্বস্তিকা দাস। বাড়ি পতিরামের নিচাবন্দর এলাকায়। ওই বৃদ্ধা আত্রেয়ী নদীতে স্নান করতে যান। সেখানেই তলিয়ে গিয়েছেন। সিভিল ডিফেন্স কর্মীরা বর্ষাপাড়া ঘাট থেকে তাঁর দেহ উদ্ধার করেন।