• ফুটপাতের দখল হটাতে গিয়ে বিক্ষোভের মুখে হলদিবাড়ির চেয়ারম্যান
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: সোমবার ফুটপাত দখলমুক্ত অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হলদিবাড়ি পুরসভার কর্তারা। কিছু অবৈধ দোকান ভাঙতেই ক্ষেপে ওঠেন ব্যবসায়ীরা। তারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা থেকে ফিরে যেতে হয় পুরকর্তাদের। যদিও পুরসভা জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব ওয়ার্ডেই জবরদখল হটানো হবে। 


    এদিন পুরসভা ও হলদিবাড়ি থানার পুলিস কালীবাড়ি সংলগ্ন ফুটপাতে যৌথ অভিযান করে। রাস্তা দখল করে থাকা একাধিক দোকানের অস্থায়ী কাঠামো আর্থমুভার দিয়ে ভেঙে ফেলা হয়। চোখের সামনে দোকান ভাঙতে দেখে ক্ষেপে যান ব্যবসায়ীরা। তারা পুরচেয়ারম্যান শঙ্করকুমার দাস, ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন। সেই সময় হাজির ছিলেন পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হীরক বিশ্বাস, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই সহ পুরসভার আধিকারিকরা।  


    কালীবাড়ি এলাকার ব্যবসায়ী দেবাশিস ধরের অভিযোগ, পুরসভা শুধুমাত্র কালীবাড়ি  ফুটপাতে থাকা দোকান ও বাড়ি ভাঙছে। কিন্তু শহরের অন্য জায়গায় ভাঙচুর করছে না। তাও আবার মুখ বেছে বেছে অবৈধদোকান ভাঙা হচ্ছে। আমরা চাই পুরসভা সব অবৈধ দোকান ভেঙে ফেলুক। শহরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে। সেটিও ভেঙে ফেলতে হবে। হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান বলেন, সরকারি জায়গা দখল মুক্ত করতে এক বছর আগেও পুরসভা ব্যবসায়ীদের সতর্ক করেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অভিযান হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে হলদিবাড়ি শহরের সমস্ত অবৈধ দোকান সরিয়ে দেওয়া হবে। যদিও বিক্ষোভ নিয়ে পুরসভার চেয়ারম্যান কোনও মন্তব্য করেননি।  
  • Link to this news (বর্তমান)