দুই বাইকের সংঘর্ষে জখম ৫
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
সংবাদদাতা, ইটাহার: ইটাহার-চাঁচল রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচজন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চাঁকলায়। চাঁচলের গালিমপুর এলাকার বাসিন্দা রিন্টু আলি ও নাজিমুল আলি ইটাহারের হাটখোলার পীরের মাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় চাঁচলের দিক থেকে ইটাহারে আসছিলেন চূড়ামণের তিন যুবক। চাঁচলমুখী বাইকটি সামনের একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে অন্যদিক থেকে আসা বাইকটিকে ধাক্কা মারে। ঘটনায় দুই বাইকের পাঁচজন জখম হয়েছেন। স্থানীয়রা জখমদের ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। ইটাহার থানার পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাইকদুটি আটক করে।
Link to this news (বর্তমান)