সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাবার বাড়ি থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃত মহিলার নাম বেবি মণ্ডল (২৫)। তাঁর বাবার বাড়ি হরিশ্চন্দ্রপু্রের মিনাহাট এলাকায়। সেখান থেকে সোমবার বিকেলে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহটি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে মালদহের ভূতনি থানা এলাকায় বিয়ে হয় বেবির। তাঁর চার বছরের এক পুত্র সন্তানও রয়েছে। স্বামী দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। স্বামী বাইরে থাকায় বেবি বাবার বাড়িতেই থাকতেন। এদিন বাবার বাড়ি থেকেই বেবির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।