• বিএসএফ-বিজিবি বৈঠক হিলি সীমান্তে
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: মাদক সহ অন্যান্য চোরাচালান বন্ধ ও অন্যান্য বিষয় নিয়ে হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হল। সোমবার হিলি বিওপিতে বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিভিশনের সেক্টর কমান্ডার ডিআইজি মহিন্দর সিং সহ ডিভিশনের অধীন পাঁচ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, বাংলাদেশের দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার আরিফুল হক সহ ১৮ জন বিজিবি কর্তা। কয়েক ঘণ্টার এই বৈঠক সূত্রে জানা গিয়েছে, মূলত মাদক, মানব, সহ একাধিক পাচার রুখতে দুই দেশের জওয়ানদের মধ্যে সম্পর্ক মজবুত করায় জোর দেওয়া হয়েছে। সীমান্তে পাচার ও অপরাধ রুখতে বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের গুরুত্ব তুলে ধরা হয়। মহিন্দর সিং বলেন, দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক মজবুত থাকলে পাচার ও অপরাধ কমবে। এদিন সেসব বিষয়েই আলোচনা হয়েছে।
  • Link to this news (বর্তমান)