নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে রবিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব থাকবে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ব্যাপক ঘাটতি রয়েছে তা এই নিম্নচাপটি মেটাতে পারবে না। আগামী শুক্রবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, পরের নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে বলে তাঁরা আশা করছেন। তাই তখন বৃষ্টি পরিমাণ বাড়তে পারে এমন আশা আছে। এখন যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে আছে। এর প্রভাবে ভারী বৃষ্টি পাবে ওড়িশা। নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার কারণে সেখানেও বৃষ্টিও বাড়বে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ উপকূল বা সংলগ্ন উত্তর ওড়িশার লাগোয়া বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে বেশি প্রভাব পড়ে। জুনের শেষলগ্নে উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোগপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছিল। তারপর থেকে এরকম কোনও নিম্নচাপ তৈরি না-হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ঊর্ধ্বমুখী হয়েছে।
দক্ষিণবঙ্গের মধ্যে রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা প্রভৃতি জেলায় বৃষ্টি বেশি হয়েছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে অন্য জেলাগুলিতে এইসময়ে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় কম। জুন থেকে এখনও পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের চেয়ে অন্তত ৪০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। কয়েকটি জেলায় ঘাটতি ৫০ শতাংশের বেশি। জুলাই মাসে ঘাটতি দূর না-হলে ধানচাষ নিয়ে সমস্যা বাড়বে, আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের। জুলাই মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে ধানচারা রোয়া খুব কম হয়েছে। কয়েকদিন পর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, তার প্রভাবে দক্ষিণবঙ্গে পরিস্থিতির একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।