গয়নায় কিস্তির সুবিধা চালু করুক কেন্দ্র, বাজেটের আগে আর্জি স্বর্ণ ব্যবসায়ীদের
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৩ জুলাই ২০২৪-২৫ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে তাঁর কাছে নিজেদের দাবিদাওয়া পেশ করলেন এরাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, গয়নার উপর ইএমআই বা কিস্তির সুবিধা চালু করুক কেন্দ্রীয় সরকার। যেভাবে সোনার দাম বাড়ছে, তা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যদি কিস্তিতে গয়নার দাম মেটানোর সুবিধা পান ক্রেতা, তাহলে এক ধাক্কায় অনেকটা বাড়বে বিক্রিবাটা, মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও একই আর্জি জানিয়েছেন তাঁরা।
বর্তমানে অনেক সোনার দোকানেই মান্থলি স্কিম চালু আছে। এক্ষেত্রে ক্রেতারা মাসে মাসে কিছু টাকা দোকানে জমা করেন। যে দিনগুলিতে তাঁরা টাকা জমা করেন, সেই দিনের সোনার দর অনুযায়ী তাঁর নামে সোনার বুকিং হয়। নির্দিষ্ট সময় পরে যে পরিমাণ সোনা জমা হয়, তা দিয়ে গয়না গড়াতে পারেন ক্রেতা। কিন্তু এই স্কিমটি ততটা জনপ্রিয় নয় বলেই দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে বলেন, আমরা প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের কাছে যে দাবিগুলি পেশ করেছি, তার মধ্যে অন্যতম ইএমআই বা কিস্তির সুবিধা। বর্তমানে বাড়ি, গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোনসহ যেকোনও দামি জিনিস ইএমআইতে কেনা যায়। তার জন্য বিভিন্ন আর্থিক সংস্থা এগিয়ে আসে। সেই সুযোগ সোনার গয়নায় নেই। আমাদের দাবি, তা চালু করুক কেন্দ্র। বহু ক্ষেত্রেই দেখা যায়, ক্রেতাদের বেশি বাজেটের গয়না কেনার ইচ্ছা থাকলেও এককালীন থোক টাকা দেওয়ার সমস্যা থাকায় কিনতে পারেন না তাঁরা। অথচ মাসে মাসে কিস্তিতে টাকা মেটানোর সুযোগ পেলে অনায়াসেই তাঁরা তা কিনতে পারেন। ইএমআই সুবিধায় স্বর্ণ ব্যবসায়ীদের বিক্রিবাটাও এক লাফে অনেকটা বেড়ে যাবে।
স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, অনলাইন লেনদেনের জন্য যে চার্জের ভার লাঘব করা হোক। সমরবাবুর কথায়, একসময় গয়না কিনতে নগদ টাকার লেনদেন বেশি হতো। কিন্তু সরকার তাতে লাগাম টেনেছে। ক্রেতারাও বেশি ব্যবহার করেন ডেবিট ও ক্রেডিট কার্ড। তার জন্য আমাদের থেকে যে চার্জ কেটে নেওয়া হয়, তা অনেকটাই আর্থিক বোঝা বাড়ায়। যেখানে সরকার নগদবিহীন লেনদেনে বেশি গুরুত্ব দিচ্ছে, সেখানে কেন আমাদের এই ক্ষতি স্বীকার করতে হবে, তার কোনও যুক্তি নেই।