• শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ে নয়া গাইডলাইন,  উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু সংক্রমণ ২০০ ছাড়াল, দ্বিতীয় মালদহ  
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধীরে ধীরে স্বমূর্তি ধারণ করছে ডেঙ্গু। গত কয়েক বছরের মতো এবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। শীর্ষে রয়েছে প্রতি বছরই স্বাস্থ্যভবনকে রীতিমতো উদ্বেগে রাখা উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে  মালদহ। এই জেলায়ও আক্রান্তের সংখ্যা দু’শো ছুঁইছুঁই। রাজ্যে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের রক্তপরীক্ষা কেন্দ্রেই ধরা পড়েছে ১১০০-র বেশি সংক্রমণ। বাকিদের ডেঙ্গু সংক্রমণ নিশ্চিত হয়েছে বেসরকারি ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষার পর। 


    এই পরিস্থিতিতে আগাম বিপদের আঁচ পেয়ে চিকিৎসকদের ডেঙ্গু গাইডলাইন পাঠানো শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। রাজ্যের সমস্ত শিশুরোগ বিশেষজ্ঞকে সদ্য পাঠানো হয়েছে ৪০ পাতার নয়া গাইডলাইন (ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু ইন চিলড্রেন)। উল্লেখযোগ্য বিষয় হল, তাতে এবার সুস্পষ্টভাবে বলা হয়েছে, সারা বছরে ডেঙ্গুর সময়কাল ক’মাস। আগে জনস্বাস্থ্যবিদরা বলতেন, ডেঙ্গুর ‘পিক সিজন’ হল জুলাই থেকে সেপ্টেম্বর। কিন্তু বাস্তবে দেখা যায়, মার্চ মাস থেকে ডেঙ্গু রোগী আসা শুরু হয়ে যাচ্ছে। এমনকী ডিসেম্বরেও মৃত্যুর ঘটনা ঘটছে। সরকারি গাইডলাইনেই এবার বলে দেওয়া হল, ডেঙ্গুর সময়কাল হল ‘জুলাই থেকে নভেম্বর’। অর্থাৎ  ১২ মাসের মধ্যে ৫ মাস। গাইডলাইনে আরও বলা হয়েছে, সাধারণভাবে দক্ষিণবঙ্গে ডেঙ্গু ২ ও ডেঙ্গু ৩-এর এবং উত্তরবঙ্গে ডেঙ্গু ১-এর প্রাদুর্ভাব থাকছে। 


    স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এখন রাজ্যের ছ’টি জেলার প্রত্যেকটিতে সংক্রমণ ১০০ পার করেছে। তিনটি জেলায় ১৫০ এবং একটিতে ২০০ পার করেছে আক্রান্তের সংখ্যা। জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথমার্ধ পর্যন্ত সংক্রমণের নিরিখে প্রথম ১০টি জেলা হল উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর।  
  • Link to this news (বর্তমান)