• ফের ডিজি পদে রাজীব, বদল একাধিক সচিবও
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা ভোটের পর চার কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরিয়েছে শনিবার। আর সোমবারই রাজ্য পুলিসের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে। লোকসভা নির্বাচনের তিনমাস আগে ডিজি পদে রাজীব কুমারকে এনেছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচনের পরেই রাজীব কুমারকে  ডিজি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ডিজি করা হয় তৎকালীন অগ্নিনির্বাপণ দপ্তরের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে। সোমবার সঞ্জয় মুখোপাধ্যায়কে ফের অগ্নিনির্বাপণ দপ্তরের ডিজি পদে ফিরিয়ে দেওয়া হল। রাজীব কুমারকে ফের রাজ্য পুলিসের ডিজি হিসেবে ফিরে এলেন। 


    লোকসভা নির্বাচন মিটলেই রাজীব কুমারকে ডিজি পদে মুখ্যমন্ত্রী ফিরিয়ে নিয়ে আসবেন বলেই জোর জল্পনা চলছিলই। কিন্তু লোকসভা ভোটের ফলাফল ঘোষণার একমাস কেটে যাওয়ার পরেও তা না-হওয়ায় প্রশাসনিক ও পুলিস মহলে নানান গুঞ্জন ছড়াতে শুরু করে। শোনা যায়, উপনির্বাচন মিটলেই রাজীবকে ফিরিয়ে আনা হবে ডিজি পদে, সেটাই প্রমাণিত হল সোমবারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায়। তাতে সাফ বলা হয়েছে, রাজীব কুমারকে ডিজি করা হল। তিনি একইসঙ্গে তথ্য ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবেও কাজ চালিয়ে যাবেন। 


    রাজ্যে রাজীব কুমারই প্রথম আইপিএস অফিসার যিনি একটি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। এদিন আরও এক আইপিএস অফিসারকে একটি দপ্তরের প্রধান সচিব হিসেবে কাজ করার নির্দেশিকা জারি করল নবান্ন। আইপিএস অফিসার রাজেশ কুমারকে পরিবেশ দপ্তরের প্রধান সচিব করা হল। এছাড়া রদবদল করা হল আরও ছয় আইএএস অফিসারের। তার মধ্যে ১৯৯৯ ব্যাচের অফিসার ছোটেন লামাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। অবনীন্দ্র সিংকে শ্রমদপ্তরের সচিব করা হল। তিনি বর্ধমান ডিভিশনের কমিশনার হিসেবেও কাজ চালাবেন। বরুণ রায়কে অচিরাচরিত শক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)