• চাকদহ-বনগাঁ রুটে বাস ধর্মঘট প্রবল ভোগান্তি যাত্রীদের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: রবিবার নাটকীয়ভাবে বাস আটকে কন্ডাকটরকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল চাকদহ-বনগাঁ রুটে। তার প্রতিবাদে সোমবার ধর্মঘট পালন করলেন কুড়ি নম্বর রুটের বাসকর্মীরা। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় প্রবল ভোগান্তির মধ্যে পড়তে হল যাত্রীদের। মওকা বুঝে ট্রেকার ও টোটো চড়া ভাড়া নিল। নাজেহাল হতে হল যাত্রীদের।


    বাস মালিক এবং শ্রমিক সংগঠন চাকদহ থানার পুলিসের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারপর পুলিসের আশ্বাসে বিকেল নাগাদ ধর্মঘট প্রত্যাহার করা হয়। পরে বাস চলাচল স্বাভাবিক হয়। আক্রান্ত কন্ডাক্টর সামিরুল মণ্ডলের অভিযোগ, রবিবার দুপুরে বনগাঁ থেকে বাসে চাকদহে যাচ্ছিলেন এক মহিলা। বাসের মধ্যে তাঁর পকেটমার হয়ে গিয়েছে বলে আচমকা চিৎকার শুরু করেন। তারপর হঠাৎ বলেন, কন্ডাকটরই টাকা নিয়েছে। তিনি জামতলা স্টপেজে নেমে যান। বাসটি চাকদহ পৌঁছে ফের  বনগাঁর দিকে রওনা দেয়। ফেরার পথে বিকেল চারটে নাগাদ জামতলায় পৌছলে জনাকয়েক ব্যক্তি বাস আটকে দাঁড় করায়। আমাকে নামায়। টাকা নিইনি বলার পরও মিথ্যা অপবাদ দিয়ে একটি ঘরে আটকে মারধর করে। তারপর টিকিট বিক্রির তিন হাজার টাকা নিয়ে নেয়। দেড় ঘণ্টা পর আমাকে ছাড়ে। 


    চাকদহ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল সাহা বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডেকেছিল। পুলিসের আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)