• রাজভবন টালবাহানা করলে বিধানসভায় হবে বিধায়কদের শপথ, দেওয়া হল বার্তা
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথ গ্রহণ দেরি হওয়ার জন্য রাজভবনের দিকেই আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল। কিন্তু এবার আর সেই পরিস্থিতি চাইছে না সরকার পক্ষ। রাজভবনকে ‘বার্তা’ দিয়ে বুঝিয়ে দেওয়া হল শপথ গ্রহণ দেরি হলে বিধানসভা নিজস্ব নিয়ম-রীতি অনুযায়ী শপথ গ্রহণের যাবতীয় ব্যবস্থা করে দেবে। আর সেই শপথ গ্রহণ আগামী সপ্তাহে শুরু হওয়া বিধানসভার অধিবেশনে হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে।


    শনিবার প্রকাশিত বিধানসভা উপ নির্বাচনের ফল অনুযায়ী রাজ্যের চারটি কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের সুপ্তি পান্ডে, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি আধিকারী ও কৃষ্ণ কল্যাণী। এই চারজনের বিধায়ক পদে শপথ গ্রহণ যাতে দ্রুত হয় সেই আর্জি রেখেছে বিধানসভা ও সরকার পক্ষ। শপথ গ্রহণের বিষয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর থেকে চিঠি যাচ্ছে রাজভবনে। এছাড়া বিধানসভার সচিবালয় যোগাযোগ করেছে রাজভবনের সঙ্গে। এই প্রেক্ষাপটে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন, শপথ গ্রহণের বিষয়ে রাজ্যপাল কী পদক্ষেপ করবেন, সেটা তাঁর উপর নির্ভর করছে। কিন্তু শপথ গ্রহণ নিয়ে আমরা দেরি করব না। রাজভবনের সঙ্গে যোগাযোগ চলছে, পরিষদীয় দপ্তর থেকেও চিঠি যাচ্ছে। এরপর রাজ্যপাল বিবেচনা করবেন। তারপর আসন্ন বিধানসভার অধিবেশনে নিয়ম-নীতি অনুযায়ী শপথ গ্রহণ করিয়ে দেওয়া হবে।


    ২২ জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। ফলে হাতে থাকা এক সপ্তাহের মধ্যে রাজভবন যদি বিধায়কদের শপথ গ্রহণে উদ্যোগী না-হয়, তাহলে আধিবেশন শুরুর প্রথমেই চারজনের শপথের ব্যবস্থা করে দেবে বিধানসভা। এর আগে সায়ন্তিকা ও রেয়াতের শপথ গ্রহণ হয়েছিল জয়ের সার্টিফিকেট হাতে পাওয়ার একমাস পর। ফলে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস অন্যরকম কিছু চিন্তাভাবনা করবেন কি না, তা নিয়েই তুমুল চর্চা বিধানসভার অন্দরে। অর্থাৎ রাজভবনের উপর বিধানসভা ‘নির্ভরশীল’ নয়, সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে এবার যদি চার বিধায়কের শপথ গ্রহণ রাজভবনকে এড়িয়ে বিধানসভা করে, তাহলে দু’পক্ষের মধ্যে সংঘাত চরম আকার নেবে। এর আগে দুই বিধায়কের শপথ গ্রহণে রাজভবনের নির্দেশ কার্যত এড়িয়ে গিয়েছিল বিধানসভা।


    অন্যদিকে, আগামী সপ্তাহে শুরু হওয়া বিধানসভার অধিবেশনে কেন্দ্র বিরোধী একাধিক প্রস্তাব রাজ্যের সরকার পক্ষ আনতে চলেছে। তাতে নিট নিয়ে কেলেঙ্কারি, ন্যায় সংহিতা বিলের বিরোধিতা করে প্রস্তাব আসছে বলেই খবর। এছাড়াও রাজভবনের বিল আটকে রাখা, অগণতান্ত্রিক কার্যকলাপ নিয়েও শাসক পক্ষ সরব হতে পারে বলেই খবর। গুরুত্বপূর্ণ কয়েকটি বিল এই অধিবেশনে আসার সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)