দেখা করতে এসে গৃহকর্ত্রীর সোনার বালা নিয়ে উধাও প্রাক্তন পরিচারিকা
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘কেমন আছেন’? চেনা গলার ডাক শুনে ফিরে তাকিয়েছিলেন গৃহকর্ত্রী। দেখেন, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন পরিচারিকা। সে পাঁচ বছর আগে কাজ ছেড়ে চলে গিয়েছিল। সে আসায় হাসিমুখে গৃহকর্ত্রী ভিতরে ডাকেন তাকে। বসতেও দিয়েছিলেন। ‘চা খাবে’? এতকাল সে চা বানাত। এবার গৃহকর্ত্রীই অফার করছেন। ‘খাব’ একগাল হাসি হেসে বলেছিলেন পরিচারিকা। কিন্তু, রান্নাঘর থেকে চা নিয়ে এসে গৃহকর্ত্রী দেখেন, প্রাক্তন পরিচারিকা উধাও। টেবিলের সামনে রাখা ছিল সোনার বালা। সেই বালাও নেই! দেখা করতে এসে সে যে সোনার বালা নিয়ে চম্পট দিয়েছে, তা বুঝতে অসুবিধা হয়নি গৃহকর্ত্রীর। একমাসের চেষ্টায় অবশেষে দুই নদী পেরিয়ে চুরির সেই বালা উদ্ধার করল লেকটাউন থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পরিচারিকাকে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটে গত জুন মাসে। গৃহকর্ত্রী লেকটাউন থানায় অভিযোগ জানিয়েছিলেন। টেবিলে কেন সোনার বালা নামানো ছিল? গৃহকর্ত্রী জানিয়েছেন, ওইদিন তাঁরা একটি অনুষ্ঠানে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় পুরনো পরিচারিকা আসে। বালাটি পরার জন্যই টেবিলে রেখেছিলেন। চা বানাতে গেলে ওই পরিচারিকা সোনার বালা হাতিয়ে নিয়ে পালায়। তদন্তকারীদের অভিযোগকারী জানান, ওই পরিচারিকার নাম ‘কবিতা’। পদবি তাঁর নেই। বাড়ি কোথায় তাও বলতে পারেননি তিনি। শুধু বলেছিলেন, বাগুইআটিতে একটি বাড়িতে ভাড়া থাকত।
সেই সূত্র ধরেই পুলিস ঘটনার তদন্ত শুরু করে। সেই বাড়িটির খোঁজ পায় পুলিস। কিন্তু, বাড়িতে গিয়ে দেখে কবিতার রুমে তালা ঝুলছে। কোথায় গেল? স্থানীয়দের কাছ থেকে জানতে পারে, সে দীর্ঘদিন ধরে নেই। অন্য কোথাও চলে গিয়েছে। এরপর ওই নাম ধরে পুলিস একাধিক জায়গায় খোঁজ শুরু করে। সম্প্রতি, সুন্দরবন এলাকায় কবিতা নামের এক মহিলার খোঁজ পায় লেকটাউন থানার পুলিস। তদন্তে পুলিস জানতে পারে, সে পরিচারিকার কাজ করত। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া সোনার বালা উদ্ধার হয়। কেন চুরি করলেন? পুলিসের প্রশ্নে পরিচারিকার জবাব, ‘স্যর, ভুল হয়ে গিয়েছে। আর করব না’!