• বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য উল্টোরথে মিড ডে মিলে অন্য মেনু
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার ছিল উল্টোরথ। আর এই বিশেষ দিনটি একটু অন্যরকম ছিল উলুবেড়িয়া জগৎপুর আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন পড়ুয়া মকবুল ইসলাম, বিষ্ণুপ্রিয়া মণ্ডল, শ্রবণ প্রতিবন্ধী তৃষা সাউ, অভয়চরণ মাহাতদের জন্য। উল্টোরথ উপলক্ষে দুপুরের মিড ডে মিলে তাদের জন্য ছিল এলাহি আয়োজন। এদিনের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, স্যালাড, আলুভাজা, আলু-পটলের তরকারি থেকে খাসির মাংস। শেষ পাতে চাটনি-পাঁপড়ের ব্যবস্থাও ছিল। আনন্দ ভবন  স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সরকার মিড ডে মিলে ‘তিথি ভোজন’ প্রকল্প শুরু করেছে। উদ্দেশ্য বিশেষ বিশেষ তিথিতে স্কুলপড়ুয়াদের জন্য একটু ভালো মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা। সেই মতো সোমবার উল্টোরথকে সামনে রেখে স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য ‘তিথি ভোজনে’র ব্যবস্থা করা হয়েছিল। এদিন স্কুলে ‘তিথি ভোজন’ উপলক্ষ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাবিবুর রহমান মণ্ডল উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে আনন্দ ভবন ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের ভারপ্রাপ্ত প্রধান ‌শিক্ষক অজয় দাস জানান, মিড ডে মিলে আমাদের স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পাতে কিছু ভালো জিনিস তুলে দিতে পারলে নিজেদেরই ভালো লাগে। তবে এজন্য কেন্দ্র এবং রাজ্য- দুই সরকারেরই মিড ডে মিলের বরাদ্দ নিয়ে চিন্তাভাবনা করা উচিত।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)