• সম্পত্তিগত বিবাদের জের! দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার রাতে একটি বস্তাবন্দি গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে দেগঙ্গা থানার হাদিপুর-ঝিকরা ২ গ্রাম পঞ্চায়েতের উত্তর আবজানগর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সিরাজুল ইসলাম (৪৫)। পরিবার ও স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের কারণে এই নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর আবজানগরে সিরাজুল ইসলামদের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সিরাজুলের সঙ্গে বিবাদ ছিল তাঁর ছোট ভাই আরিজুল ইসলামের। পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতারা এই নিয়ে বৈঠক করে তা মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা পুরোপুরি মেটেনি। ছোটখাট বিষয় নিয়েই দুই ভাইয়ের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হতো বলে অভিযোগ। রোজের মতো রবিবার বিকেলেও বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে কৃষিকাজের জন্য গিয়েছিলেন সিরাজুল। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। শুরু হয় খোঁজ। অবশেষে জমির পাশে পাটক্ষেতে রক্তাক্ত একটি বস্তা উদ্ধার হয়। তা খুলতে দেখা যায় সিরাজুল ইসলামের গলাকাটা দেহ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। মৃতের পরিবারের সদস্য বাবু শেখ বলেন, সিরাজুল ও আরিজুলের মধ্যে সম্পত্তি নিয়ে বহুদিন ধরেই লড়াই ছিল। আমাদের অনুমান সে-ই সিরাজুলকে খুন করেছে। এদিন সন্ধ্যা থেকেই বাড়িতে তালা দিয়ে চলে গিয়েছে আরিজল ও তার পরিবার। তাতে আমাদের সন্দেহ বাড়ছে। পুলিস গোটা বিষয়টির তদন্ত করছে। এ বিষয়ে হাদিপুর ঝিকরা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মণ্ডল বলেন, ওঁদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তবে ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা, তা আমাদের কাছে স্পষ্ট নয়।


    মৃত সিরাজুলের স্ত্রী বলেন, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই আমার স্বামীকে খুন করা হয়েছে। আর দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, খুনের অভিযোগ হয়েছে। মূল অভিযুক্ত আরিজলের খোঁজে তল্লাশি চলছে। সম্পত্তিগত বিবাদ থেকেই ধারালো কিছু দিয়ে খুন করা হয়েছে বলে অনুমান।
  • Link to this news (বর্তমান)