• ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে ফারাক এক ফুটেরও বেশি! লিলুয়া-বেলুড়ে নিত্য দুর্ভোগ যাত্রীদের
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘নামেই উন্নয়ন, আসলে সব কসমেটিক ডেভেলপমেন্ট!’ ট্রেন থেকে বেলুড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে নামতে নামতে গজগজ করে উঠলেন সত্তরোর্ধ্ব বিমলেন্দু ধর। নড়বড়ে শরীরে এখনও তাঁকে কাজে বেরতে হয় পেটের টানে। বেলমুড়ি থেকে বেলুড় পর্যন্ত রেলপথে তিনি প্রায় ৩০ বছরের যাত্রী। কিন্তু কর্ড প্ল্যাটফর্মে ট্রেন থেকে প্রতিদিন কার্যত হামাগুড়ি দিয়ে নামতে হয় তাঁকে। নতুন রেক হোক বা পুরনো, তা থেকে প্ল্যাটফর্মের ফারাক এক ফুটেরও বেশি। এই সমস্যা তাই বিমলেন্দুবাবুর একার নয়, বরং কয়েক হাজার নিত্যযাত্রীর। 


    ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে এত বেশি  ফারাক নিয়ে রেলযাত্রীদের ভূরি ভূরি অভিযোগ রয়েছে। অনেকে বলছেন, ট্রেন থেকে নামতে হচ্ছে লাফ দিয়ে। হাওড়া এবং বালি, দু’টি বড় স্টেশনের মাঝে অবস্থিত লিলুয়া এবং বেলুড় স্টেশনে গেলেই সমস্যা মালুম হবে। এমনই অবস্থা হয়ে রয়েছে গোটা ডিভিশনের একাধিক স্টেশনে। লিলুয়া স্টেশনের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্ম এবং বেলুড় স্টেশনের ৩, ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম অনেকটাই নিচু। প্রতিদিন ট্রেনে উঠতে গিয়ে নাকাল হতে হচ্ছে সব বয়সের, সব ধরনের যাত্রীকে। অফিস টাইমের ব্যস্ততার সময় হুড়োহুড়ির মধ্যে অনেকেই ট্রেন উঁচু হওয়ার জন্য উঠতে পারেন না। মরিয়া হয়ে উঠতে গিয়ে পড়েও যান অনেকে। নিত্যদিনের এই সমস্যার বিষয়ে রেল কি অবগত নয়? প্রশ্ন তুলছেন যাত্রীরা। আরেক ভুক্তভোগী যাত্রী অপর্ণা আঢ্য বলেন, ‘বেলুড় স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন ট্রেনে উঠতে সত্যিই সমস্যা হয়। অনেক মহিলাকে দেখি, তাঁরা বসে তারপর পা বাড়িয়ে নামেন। রেলের নাকি ব্যাপক উন্নতি হচ্ছে? এই সামান্য ব্যাপারে তাহলে নজর নেই কেন কর্তাদের?’ বেলুড়ের একটি শো-রুমের কর্মী পূজা প্রামাণিকের কথায়,  ‘অন্তত ছ’ইঞ্চি উঁচু হওয়া দরকার প্ল্যাটফর্মগুলি। সেদিন আমার মা ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছেন। অনেক ভিড় ছিল বলে বুঝতেই পারেননি যে প্ল্যাটফর্ম এতটা নিচু। রেলের উচিত দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।’ দেবব্রত ভুঁইয়া নামে এক যাত্রী বলেন, ‘আমাদের দেশে তো কোনো বড় ঘটনা না ঘটলে উন্নয়ন শুরু হয় না। এই তো সেদিন দেখলাম, লোকজন বন্দে ভারতের মধ্যে ছাতা খুলে বসে আছে।’  


    পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার এ বিষয়ে বলেন, ‘কিছু কিছু প্ল্যাটফর্মে উচ্চতায় সমস্যা রয়েছে। আমরা বেশ কয়েকটি স্টেশন চিহ্নিতও করতে পেরেছি। প্ল্যাটফর্মগুলির উচ্চতা বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদন এলেই স্টেশনগুলিতে কাজ শুরু হবে। রেল যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য সবসময় নিয়োজিত রয়েছে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)