• স্বনির্ভর গোষ্ঠীর ২৮ লক্ষাধিক মহিলার আয় বাড়াতে বিশেষ তত্পর মমতার সরকার
    বর্তমান | ১৬ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে এবার তৎপর হয়েছে রাজ্য। তাঁদের জীবিকার জন্য এমনিতেই নানা সুযোগ-সুবিধে রয়েছে। কিন্তু তার মাধ্যমে এই মহিলারা কতটা আয় করতে পারছেন বা সেটা বাড়ানোর লক্ষ্যে কী কী করা দরকার, তা নিয়ে এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। পঞ্চায়েত দপ্তরের অধীন ‘আনন্দধারা’র তরফে জানানো হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীভুক্ত ২৮ লক্ষ ৪০০ মহিলার বার্ষিক আয় বৃদ্ধিতে সহায়তা করা হবে। আর এই কাজের জন্য নিয়োগ করা হবে স্বনির্ভর গোষ্ঠীর সেই মহিলাদের যাঁরা ইতিমধ্যেই ‘লাখপতি দিদি’ (বার্ষিক আয় এক লক্ষ টাকার বেশি) চিহ্নিত হয়েছেন।


    গতবছর বিভিন্ন জেলায় সমীক্ষা চালিয়ে এই লাখপতি দিদিদের খোঁজখবর নেওয়া হয়ে। সব মিলিয়ে চিহ্নিত হন এমন ১৫ লক্ষ মহিলা। চলতি অর্থবর্ষে তাঁদের মধ্যে থেকেই কয়েক হাজার জনকে বেছে নেওয়া হবে। তাঁরা স্বনির্ভর গোষ্ঠীর বাকি মহিলাদের আয় বাড়াতে সাহায্য করবেন। এক কথায়, তাঁদেরও বার্ষিক আয় এক লক্ষ টাকা বা তার বেশি করার জন্য সবরকম সহায়তা করা হবে। কিছু মহিলা কীভাবে ‘লাখপতি দিদি’ হলেন, বাকিদের সেই পাঠ দেবেন তাঁরা।


    এবার সম্ভাব্য লাখপতি দিদি যারা হতে পারেন, সেরকম মহিলাদের চিহ্নিতকরণসহ কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য ‘লোকোস’ নামক একটি অ্যাপে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।  যেসব মহিলা চাষবাস কিংবা প্রাণী প্রতিপালন করছেন, এমনকী অন্য ব্যবসাতেও সক্রিয় তাঁদের সবার ক্ষেত্রেই আয়বৃদ্ধির সুযোগ থাকবে।


    ‘আনন্দধারা’ বিভাগের তথ্য অনুযায়ী, এখন রাজ্যে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ১ কোটি ২২ লক্ষ ৭১ হাজার ৭৩৩ জন মহিলা রয়েছেন। এবছর তাঁদের মধ্যে ২৩ শতাংশ বা ৫ লক্ষাধিক মহিলাকে আগামী দিনের ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোন জেলায় কতজন মহিলার আয় বাড়াতে সাহায্য করা হবে, সেই টার্গেট ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শুধু দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের দুই লক্ষাধিক মহিলাকে ‘লাখপতি দিদি’ তৈরি করা হবে।
  • Link to this news (বর্তমান)