জালে আটকে পড়া ২ অলিভ রিডলে কচ্ছপের প্রাণ বাঁচাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
বর্তমান | ১৬ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জালে আটকে পড়েছিল দু’টি অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ। কিন্তু কোনওভাবেই বের হতে পারছিল না তারা। জালে জড়িয়ে গিয়ে সমুদ্রে মৃত্যুর মুখে পড়েছিল। অবশেষে ইন্ডিয়ান কোস্ট গার্ড তথা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাল কেটে উদ্ধার করে তাদের। আবার সমুদ্রে ছেড়েও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের দক্ষিণ-পূর্ব উপকূলে ৩৫ নটিক্যাল মাইল দূরত্বে ওই দু’টি কচ্ছপ আটকে পড়েছিল। ১৩ জুলাই উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কমলা দেবী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। উদ্ধার করে সমুদ্রে ছাড়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। এই অলিভ রিডলে কচ্ছপ বণ্যপ্রাণ সংরক্ষণ আইনে সিডিউল-১ তালিকাভুক্ত।