ইউটিউব দেখে বোমা তৈরির অভিযোগ, শ্রীঘরে জয়নগরের যুবক
এই সময় | ১৬ জুলাই ২০২৪
ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা বানানোর মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকত প্রবীর। ঘর বন্ধ করে মোবাইল ঘাঁটত। কেউ ঘরে ঢুকলেই বিরক্তি প্রকাশ করত। জয়নগর থানা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কিছু যুবকের সঙ্গে ঝামেলার বাধে প্রবীরের। তাদের শায়েস্তা করার জন্যই বোমা তৈরির পরিকল্পনা করে সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল দেখে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে সেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে খবর।
এরপর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবির পুরীতে কাজ করত। মাঝেমধ্যে বাড়িতে আসত সে। সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায়। এই বিষয়ে শ্রাবন্তী কুণ্ডু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'রাত্রি সাড়ে ১১টা নাগাদ দুটো আওয়াজ আমরা শুনতে পাই। সঙ্গে আলো ও চারিদিক ধোঁয়ায় ভরে যায়। এভাবে মোট ৪টি শব্দ আমরা শুনতে পাই। এরপর দেখলাম একটা ছেলে বোমাটা ফেটেছে কি না দেখে, তারপর চেলে গেল। তারপর দেখি ওই ছেলেটা হাতে কালো প্লাস্টিক করে আবার কিছু একটা নিয়ে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ছেলেটার বাড়িতে যায়।' এদিকে এই বিষয়ে এলাকার কাউন্সিলর চিন্ময় দে বলেন, 'যে বোমা ফাটিয়েছে তাকে চিহ্নিত করেছে জয়নগর থানায় পুলিশ। তার বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। পুলিশকে যথাযতভাবে তদন্ত করার কথা বলেছি।'
ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই বিষয়ে জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি পাল বলেন, 'অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানিয়েছে। কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করল, তা খতিয়ে দেখা হচ্ছে।'
এদিকে এই জেলারই বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের সাত কেওড়া গ্রামে নদীর ধার থেকে এক ড্রাম বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। কে বা কারা বোমাগুলিকে ওই জায়গায় রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকেও খবর দেওযা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।