শেষ হয়নি ৫৫ হাজার বাড়ির কাজ, আবাসের টাকা মেটানোর প্রস্তুতি রাজ্যের
এই সময় | ১৬ জুলাই ২০২৪
এই সময়: আবাস যোজনায় প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র-রাজ্যের বচসা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। সেই তরজা চলার মধ্যেই রাজ্য ঘোষণা করে আবাস যোজনার টাকা তারাই দেবে। এর আগে ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রের আটকে রাখার টাকা মিটিয়েছিল রাজ্য। সে জন্য সমীক্ষা হয়েছিল। ঠিক একই রকম ভাবে আবাসের জন্য সমীক্ষা করতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি।তার মধ্যে অন্যতম হলো, তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি, রাজ্যে এমন বাড়ির সংখ্যা প্রায় ৫৫ হাজার। হিসেব বলছে, অসমাপ্ত কাজের নিরীখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবান্ন। আবাস যোজনায় রাজ্যই এবার বকেয়া টাকা মেটাবে। সে জন্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে সমীক্ষা করা হয়। সেই কাজ করতে গিয়ে বাড়ি তৈরি না হওয়ার তথ্য সামনে আসে।
আমলাদের একাংশ মনে করছেন, অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ শেষ করতে না পারা প্রশাসনের গাফিলতি। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উঠে এসেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৮ হাজার ৪৯৯ টি বাড়ি তৈরির কাজ এখনও বাকি রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
পশ্চিম মেদিনীপুরে ৫ হাজার ৬২৮ টি এবং ঝাড়গ্রামে কাজ শেষ না হওয়া বাড়ির সংখ্যা ৫ হাজার ৫৫৬ টি। বীরভূমে ৫ হাজার ২৪ টি, পুরুলিয়াতে ৪ হাজার ৪৪২ টি বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
প্রসঙ্গত, রাজ্য একাধিকবার আবাসের টাকার জন্য দরবার করেছে কেন্দ্রের কাছে। তার পরেও প্রকল্পের বরাদ্দ বকেয়া মেটায়নি কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরের অন্তর্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে যত বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, সেই টার্গেট এখনও শেষ করা সম্ভব হয়নি।
একাধিক বার প্রশাসনিক বৈঠকে জেলা শাসকদের আবাস যোজনার বাড়ি তৈরির বিষয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। তবে সেই কাজ দ্রুত শেষ করতে হবে বলে ফের নির্দেশ গিয়েছে।