প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, শেষমেশ একী হল ?...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না এক মধ্যবয়স্ক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঞাপুর -পূর্বপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রতন মন্ডল (৪২)।
তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির দেহে আঘাতের একাধিক চিহ্ন ছিল। তবে পুলিশ সূত্রে দাবি, দেহে আঘাতের যে চিহ্নগুলি রয়েছে তা সবই আগের। তাই কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ভাবিয়ে তুলেছে পুলিশকে।