বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বঙ্গের বর্ষায় প্রভাব পড়বে কতটা? বড় আপডেট দিল হাওয়া অফিস...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবারে তৈরি হতে পারে নিম্নচাপ। তেমনটাই খবর হাওয়া অফিস সূত্রের। আর এই নিম্নচাপ বঙ্গের বর্ষায় কতটা প্রভাব ফেলবে? তারও বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
অন্যদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার ভোগান্তি কিছুটা কমবে উত্তরের জেলাগুলির। উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।