বিমানবন্দর সংলগ্ন হোটেলে ভিন রাজ্যের বাসিন্দার রহস্যমৃত্যু...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : কলকাতায় ফের রহস্যমৃত্যুর ঘটনা। বিমানবন্দর এলাকার একটি হোটেল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল।
হোটেল সূত্র মারফত খবর, ১৩ জুলাই আন্দামান নিকোবারের বাসিন্দা আর শ্রীনিবাস রাও কর্মসূত্রে কলকাতায় এসেছিলেন। বিমানবন্দর সংলগ্ন হোটেলেই তিনি উঠেছিলেন। তিনি দুদিনের জন্য হোটেলের রুম বুক করেছিলেন। ১৫ জুলাই চেক আউট করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি চেক আউট করেননি। এরপরেই হোটেলের কর্মচারীরা দরজায় ধাক্কা দেয়। কোনওরকম সাড়া না মেলায় খবর যায় বিমানবন্দর থানায়।
পুলিশ এসে দরজা ভেঙে যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ইতিমধ্যেই পরিবারকে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে ভিন রাজ্যের এই বাসিন্দা হোটেলে আত্মহননের পথ বেছে নিলেন সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিমানবন্দর থানার পুলিশ।