• রথ সাজালেই মিলবে পুরস্কার, খাস কলকাতাতেই অভিনব উদ্যোগ ...
    আজকাল | ১৬ জুলাই ২০২৪
  • তীর্থঙ্কর দাস: পুরীতে জগন্নাথের রথ, মায়াপুরে ইসকনের রথ, শ্রীরামপুরে মাহেশের রথ, হুগলিতে রাজবলহাটের রথ, বেলঘরিয়ায় রথতলার রথ, আড়িয়াদহের রথ, আদ্যাপীঠের রথ- এ সব বিখ্যাত রথ তো আছেই, তা ছাড়াও রথ এখন সর্বত্র। পাড়ায় পাড়ায়, মন্দিরে, রাস্তায়, এমনকী শহরের অলিতে-গলিতেও পালন করা হয় রথযাত্রা। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে রথে চেপে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথযাত্রা হিসেবে শহরের আনাচে কানাচে হয়ে রথের মেলা। কিন্তু কখনও কি শুনেছেন রথের প্রতিযোগিতা? হ্যাঁ, ২০ বছর ধরে বেহালার নব যুবক সংঘ এই অভিনব উদ্যোগ নিয়ে চলেছে। রথ সাজালেই মেলে পুরস্কার। সোমবার ছিল উল্টোরথ। মঙ্গলবার বেহালার পর্ণশ্রী এলাকায় হয়ে গেল ছোটদের রথ প্রতিযোগিতার আসর। প্রায় ৫০০ এর বেশি রথ অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার উদ্যোক্তা দেবু জানিয়েছেন, 'এই মেলার জন্য প্রতিবছর রোজগার হয় বহু মানুষের। প্রতিবছর পাড়ার প্রত্যেকে অপেক্ষা করে থাকে এই দিনের জন্য।' শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছোটরা নিয়ে আসে তাঁদের সাজানো রথ। সোজা রথে সেই ভাবে প্রতিযোগিতা না হলেও উল্টো রথের পরের দিনই এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। অগনিত প্রতিযোগী নাম দেয় প্রতিবছর এই প্রতিযোগিতায়। প্রথম ২০ জনকে দেওয়া হয় পুরস্কার। তাছাড়াও বাকি সকল প্রতিযোগীদের দেওয়া হয়ে থাকে স্বান্তনা পুরস্কার। নবীন থেকে প্রবীণ প্রতিযোগিতা দেখার জন্য উপচে পরে মানুষের ভিড়।
  • Link to this news (আজকাল)