রাস্তায় লাখো কর্মীর মাথায় থাকে না আচ্ছাদন, তাই মঞ্চেও বৃষ্টিতে ভেজেন নেতারা! ২১ জুলাইয়ে এমনই রীতি...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
রিয়া পাত্র
উল্লেখ্য, ২১ জুলাই উপলক্ষে সোমবারই সুব্রত বক্সির নেতৃত্বে খুঁটিপুজো হয়েছে। প্রতিবছর ২১ জুলাইয়ের মঞ্চের গঠন-কাঠামোর দিকেও নজর থাকে। জানা গিয়েছে, এবারে কিছু বদল থাকছে মঞ্চে। এবার মূল মনে ওঠার জন্য সিঁড়ির পরিবর্তে থাকবে র্যাম্প। চিত্তরঞ্জন অ্যাভিনিউর দিকের মঞ্চের পরিধি বাড়ানো হবে কিছুটা। জানা গিয়েছে, মূল মঞ্চের আয়তন হবে ৫২ ফুট বাই ২৪ ফুট। দ্বিতীয় মঞ্চটি হবে ৪৮ ফুট বাই ২৪ ফুট, তৃতীয় মঞ্চ হবে ৪০ ফুট বাই ২৪ ফুট। এবার ২১ জুলাই রবিবার হওয়ায়, সাধারণ মানুষও সমস্যায় পড়বেন না সেভাবে।