ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ...
আজকাল | ১৬ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, বর্ষীয়ান নেতা অমিত মিত্র ভর্তি হাসপাতালে। বর্ষীয়ান নেতার হাসপাতালে ভর্তির খবরে আচমকা উদ্বেগ ছড়িয়েছে। জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই খবর ঘনিষ্ট মহলের।
জানা গিয়েছে, জ্বর, গা-হাত-পা ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছিল তাঁর। সেই কারণেই ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে সোমবার নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরীক্ষা করার পর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। বর্ষীয়ান নেতার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শহরে ফের করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনিতেও দেশের নিরিখেও গত কয়েকদিনে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রাজ্যের রাজনীতিতে অমিত মিত্রর উপরেই টানা একদশক দায়িত্ব ছিল অর্থ দপ্তরের। ২০১১ থেকে টানা দু' দফা রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। অর্থমন্ত্রী থাকাকালীন একাধিক গুরুত্বুপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বয়সজনিত কারণে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আর ভোট লড়েননি তিনি।