• সোনারপুরে সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগ, ধৃত ২
    এই সময় | ১৭ জুলাই ২০২৪
  • এখনও চোপড়ার জেসিবিকাণ্ড নিয়ে আলোচনা থামেনি। এরই মধ্যে সোনারপুরে সালিশি সভা বসিয়ে মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠল। সোনারপুরে পারিবারিক বিবাদের জন্য এক মহিলাকে সালিশি সভায় ডাকা হয়েছিল এবং সেখানে ডেকে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। ওই মহিলার দাবি, তাঁর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং মারধরের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।জানা গিয়েছে, জামালউদ্দিন সর্দার নামক গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে সালিশি সভা বসানোর অভিযোগ উঠেছে। মহিলার অভিযোগ, পারিবারিক সমস্য়া মেটানোর জন্য জামালউদ্দিন সর্দার তাঁকে বাড়িতে ডেকে পাঠায়। এরপর তাঁর হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেই অবস্থাতে সালিশি সভায় তাঁকে প্রশ্ন করা হয়। কিন্তু, ওই মহিলা কোনও জবাব দেওয়ার আগেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তাঁকে লাঠি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

    তাঁর স্বামী জামালকে থামানোর চেষ্টা করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের একজনের নাম মজিদ এবং অপর জনের নাম অরো সর্দার। এই প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি(ক্রাইম) ফসজাল আহমেদ বলেন, 'গোটা ঘটনার তদন্ত হচ্ছে।'

    এলাকাবাসীর অভিযোগ, এলাকায় জমিজমা কেনাবেচা বা স্থানীয় কোনও দম্পতির মধ্যে দাম্পত্য কলহ, সমস্ত ক্ষেত্রেই নিজেকে 'ত্রাতা'-র জায়গায় দেখত জামাল। কেউ তার নিদানে রাজি না হলে অত্যাচার চালানো হত বলে অভিযোগ ওঠে। অনেকে এই ঘটনায় রাজনৈতিক রং লাগাচ্ছেন বলে অভিযোগ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ওই মহিলার সঙ্গে দেখা করেন। তিনি বলেন, 'জামালের বাড়ির একটি জায়গায় শিকল বাঁধা রয়েছে।' জামাল সর্দারের উপর তৃণমূল নেতাদের 'আশীর্বাদ' রয়েছে বলে দাবি করেছেন তিনি। যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন, জামাল সর্দার তৃণমূলের কেউ নন। তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।

    উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি বলেন, ‘কেউ আইন নিজের হাতে নিলে বরদাস্ত করা হবে না।’ তাৎপর্যপূর্ণভাবে চোপড়ার ভিডিয়োকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত জেসিবিকে।
  • Link to this news (এই সময়)