• বুধ থেকেই বঙ্গে কমতে পারে বৃষ্টি, জানুন ওয়েদার আপডেট
    এই সময় | ১৭ জুলাই ২০২৪
  • বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। পাশাপাশি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন। বুধবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে। এর প্রভাবে ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।

    হাওয়া অফিস আরও জানাচ্ছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিকে শহর কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা আকাশই থাকবে। সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। তবে একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    অন্যদিকে বুধবার থেকে আগের চেয়ে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। ১৭ থেকে ১৯ জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। শনিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। সেক্ষেতে সোমবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)