আজকাল ওয়েবডেস্ক: মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে মৃত দুর্গাপুরের দুই পর্যটক। এক পর্যটক নিখোঁজ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছ’জন পর্যটকের একটি দল মন্দারমণিতে এসেছিলেন। উঠেছিলেন সমুদ্রসৈকত লাগোয়া একটি হোটেলে।
মঙ্গলবার দুপুরে ছ’জনই সমুদ্রে স্নান করতে নামেন। তখন উত্তাল ছিল সমুদ্র। ছ’জনই তলিয়ে যান। এই ঘটনা নজরে আসতেই হোটেলকর্মী–সহ উদ্ধারকারী দল দ্রুত সমুদ্রে নেমে পাঁচ জনকে উদ্ধার করতে পারেন। তবে তাঁদের মধ্যে দু’জন মারা যান বলে খবর। এক জন এখনও নিখোঁজ। মৃত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। হোটেল কর্তৃপক্ষ সূত্রে খবর, পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’জন মারা যান। প্রসঙ্গত, গত সোমবার হাওড়ার এক পর্যটক মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যান।