খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের হাতে মার খেলেন দলেরই যুবনেতা, ভাইরাল ভিডিও ...
আজকাল | ১৭ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার রাস্তায় তৃণমূল কাউন্সিলর ও যুব সভাপতির মারপিট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এই দৃশ্য। অস্বস্তিতে শাসকদল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে। স্থানীয়দের মতে, কেদার এলাকায় সুনন্দার বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত। কথা কাটাকাটি হওয়ার কারণেই কেদারকে সুনন্দা চড় মারেন বলে জানা গিয়েছে। কেদারের অভিযোগ, তোলাবাজিতে বাধা দিয়েছেন বলেই সুনন্দা তাঁর গায়ে হাত তুলেছেন। সুনন্দা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে ফ্যাসাদে ফেলতেই দলেরই একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করেছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, কেদার শ্যামপুকুর রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজার অনুগামী বলেই পরিচিত। মঙ্গলবার দুপুরে শোভাবাজারের ঢুলিপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই ঘটনায় রাস্তায় ভিড় জমে যায়। যদিও সুনন্দা বনাম কেদারের এই বিরোধ নতুন নয় বলেই জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও কেদার এবং তাঁর অনুগামীরা সুনন্দার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। পাল্টা আবার সুনন্দার দাবি তাঁকে বদনাম করতেই এই ধরনের অভিযোগ করেন বিধায়ক ঘনিষ্ঠরা। তৃণমূলের একটি সূত্র জানায়, এই ধরনের ঘটনা বিরোধীদের সমালোচনার রাস্তাটা আরও বেশি করে প্রস্তুত করে।